Wednesday, 29 September 2004

Sep 29, 2004

আমার যেন কি হয়েছে। সারাদিন কি যেন ভাবি। কেউ আমার উপর খানিকটা প্রভাব বিস্তার চাইছিল। সে খানিকটা সফল হয়েছে। ভাবি, এইযে তার সফলতা, এটা কি তার মোহীনি শক্তিতে নাকি আমার দূর্বলতায়? আমি ভাবি।আমি জবাব খুজতে থাকি।