Thursday 27 May 2010

May 27, 2010

কিছুক্ষন আগে ও ফোন করলো, আমি তখন মাসজিদের অজুখানায়।
'তোমার ফোন ব্যস্ত ছিল কেন?'
' আমার ফোন ব্যস্ত থাকলে কি তোমার খারাপ লাগে?'
'লাগেই তো'
' মোবাইল সাইলেন্ট করা, কেউ হয়তো ফোন দিচ্ছিলো আর তুমিও হয়তো চেষ্টা করছিলে'
'হু... আচ্ছা তোমার নাম কি?'
'আমার নাম? কেন?
'বলনা, তোমার নাম কি?'
'আমার নাম? আমার নাম সোনা'
'আরেক নাম...'
'আরেক নাম? ময়না'
'আরেক নাম...'
' যাদু'
'আরেক নাম...'
'আরেক নাম...আরেক নাম... আচ্ছা কেন বলতো?'  
'আরেক নাম হচ্ছে সবুজ'
'ও হ্যা হ্যা সবুজ...' 
' আর আমার নাম?'
'তোমার নাম তাসনি'
'আজকের দিনটা তুমি আমাকে এই নামেই ডাকবে, আর আমি তোমাকে ডাকবো সবুজ নামে'
'আচ্ছা। আজকের দিনটা কি তোমার কাছে ঈদ ঈদ লাগছে?'
' হ্যা, আজ আমার মনে ঈদের আনন্দ'


আনন্দ আসলে আমার মনেও। আজকের এই দিনটাতেই আমাদের প্রথম পরিচয় হয়েছিল। ওর খুব ইচ্ছে ছিল আজকের দিনটাতে দুজন এক সাথে থাকার, হলনা। আগামী ২১ শে জুলাই আমাদের প্রথম ম্যারিজ ডে। আশা করি সেই দিনটাতে আমরা দুজন একসাথেই থাকবো, ইনশাল্লাহ।

এইযে তার শাসন, আমার প্রত্তি তার  আকর্ষন খুবই অনুভব করি আমি।

Tuesday 25 May 2010

25/05/2010

আমার সেই দিন গুলোর কথা মনে পড়ে। ১৯৯৫/৯৬ সালের কথা। কি সেই ঝড় তোলা আবেগ!  এস এস সি পরিক্ষার সময় ইংলিশ পরিক্ষার দিন ওকে একবার দেখার জন্য তাড়াহুরো করে বেরিয়ে এসেছিলাম। ওকে একবার দেখেছিলাম, যদিও পরিক্ষায় ফেল করেছিলাম। সব কিছু করতে পারতাম ওকে একবার দেখার জন্য। সেক্সুয়াল চিন্তা কখনো মাথায় আসেনি। এমনকি ১৫ বসরে এজবারও সপ্নদোষও হয়নি তাকে নিয়ে।
এখনকার ছেলে মেয়েরা সুধু উত্তাপ খোজে। ভালোবাসা যে কারো কারো মাঝে নেই তা বলবো না। তবে সে ভালবাসা শরিরের উত্তাপে পুরে ছাই হয়ে যায়, নোংড়া হয়ে যায়। নিষ্কলুশ প্রেম খুজে পাওয়া খুবই কঠিন...

Monday 24 May 2010

24/05/2010

আজকের দিন টা গতকালের মত সিলনা। গতকালতো ভেবেই নিয়েছিলাম যে তাকে কিছুটা দূরে সরিয়ে দিবো। পারিনি- ওর অনুরোধ আমি ফেলতে পারিনা। ১৫ বছর পর আমার বাগানে ফুল ফুটলো। ফুটাতে চেয়েছিলাম গোলাপ, ফুটলো রজনিগন্ধা। থাকুক নাহয় সে ফুলে কিছু গন্ধ। তবুও তো ১৫ বছর পর আমার বাগানে বসন্ত এলো।
আজ তার কাকুতি, আজ তার বিরহ আমার হৃদয় ছুয়ে গেল। আবেগ লুকাতে চেয়েও পারলাম না। কত সুখ ভালবাসায়, কতো কস্ট বিরহে।
ওর উচ্ছাস, ওর আবেগ আমার ভাল লাগে। আমার প্রতি ওর ভালোবাসা কিসুটা সাদিয়ার প্রতি আমার ভালবাসার মত। অন্তত ওর উচ্ছাস দেখে আমার তাই মনে হয়। আচ্ছা আমিতো সাদিয়ার বিরহে লুকিয়ে লুকিয়ে কাদতাম, ও কি আমার বিরহে লুকিয়ে লুকিয়ে কাদে?

মন পরে রয় শুধু
ছাতকের চাতকির নিকটে
লাগে ভয়, কাপে মন
কি ঘটে, কি ঘটে...

কি প্রেম দিলো সে
উদাসে হুতাশে,
নব প্রান খোজে তারে
কোথা সে, কোথা সে?

এলো সে ভালোবেসে
হৃদয় টা নাড়িয়া
নিতে চায় কে তারে
মোর থেকে কারিয়া?


স্রষ্টারে চিনেছে সে
ভেঙ্গে গেছে ভ্রান্তি
প্রতিক্ষার দিন গোনে
তবু মনে শান্তি...


পারবে সে সয়ে নিতে
শত প্রতিঘাতও কি,
এলোমেলো বেরে ওঠা
ছাতকের চাতকি?