Tuesday, 8 April 2003

April 08, 2003

শকুন কখনো ফুল চোখে দেখেনা,  তার দৃষ্টি সর্বদা পচা জিনিসের দিকে।

Thursday, 30 January 2003

Jan 30, 2003

উদাসি মন
একাকি জীবন
      বন্ধু কোথায়?

Tuesday, 28 January 2003

28/01/2003

টাকাই যত সমস্যা। টাকা থাকলে অসহায়ত্ত থাকেনা, আর অসহায়ত্ত না থাকলে বুজুর্গী থাকেনা।

Tuesday, 21 January 2003

Jan 21, 2003

 বাংলা ভাষা
মাতৃভাষা বাংলার প্রতি আছে আমার অগাধ ভালবাসা। আমার হৃদয় জুড়ে আছে বাংলা ভাষা। কত সহজেই না মনের কথা ব্যক্ত করতে পারি এ ভাষায়। কিন্তু যখন ভাবি মাতৃভাষা বাংলা বিলীন হয়ে যাবে, ঐ পাক জাতের কসম যার কুদরতি হাতে আমার জান, আমার হৃদয়টা কেমন যেন করে ওঠে, বুকের মাঝে কেমন ব্যথা অনুভূত হয়। আমার খুব কষ্ট  হয়।
কিনতু তবুও, তবুও বিদায় দিতে হবে প্রিয় বাংলাকে। অনেক কিছু ভাবতে হয় আমাকে। অনেক ভেবেই অনেক প্রিয়কে বিদায় দিয়েছি। এমনি করে বাংলাকেও। 
সারা দুনিয়ার সমস্ত মানুষের ভাষা হতে একটাই।


2250   Tuesday   21.01.2003

Wednesday, 1 January 2003

Jan 01, 2003

 07.15  January 01,2003
When the very sick girl Arju was taking a rout to India for her treatment I was present there. I saw the innocent face, which was destroying before destroying her innocence.
I saw the another innocence face after many many days, once which was loved by me. I saw true water, actless water on her red eyes.
I used past form (which was loved by me) because, every time when i saw her, I could not keep myself normal,  my heart beat started to running fast, ache arose, emotion came out with poem etc. But today no emotion, no ache, no heart-beat. Oh how mysterious I m!






হে আল্লাহ আপনি আমাকে এমন একটা ঘর দেন যেখানে আমি আপনাকে নিরিবিলিতে ডাকতে পারবো।
হে আল্লাহ আপনি আমাকে এমন একটা ঘর দিয়েন না যেখানে নিরিবিলিতে আমার নাফসকে পরিতৃপ্ত করতে পারবো।