বাংলা ভাষা
মাতৃভাষা বাংলার প্রতি আছে আমার অগাধ ভালবাসা। আমার হৃদয় জুড়ে আছে বাংলা ভাষা। কত সহজেই  না মনের কথা ব্যক্ত করতে পারি এ ভাষায়। কিন্তু যখন ভাবি মাতৃভাষা বাংলা বিলীন হয়ে যাবে, ঐ পাক জাতের কসম যার কুদরতি হাতে আমার জান, আমার হৃদয়টা কেমন যেন করে ওঠে, বুকের মাঝে কেমন ব্যথা অনুভূত হয়। আমার খুব কষ্ট  হয়।
কিনতু তবুও, তবুও বিদায় দিতে হবে প্রিয় বাংলাকে। অনেক কিছু ভাবতে হয় আমাকে। অনেক ভেবেই অনেক প্রিয়কে বিদায় দিয়েছি। এমনি করে বাংলাকেও। 
সারা দুনিয়ার সমস্ত মানুষের ভাষা হতে একটাই।
2250   Tuesday   21.01.2003
Allergy
15 years ago
 
No comments:
Post a Comment