যে পাখিটারে ভালবাসা দিয়ে আপন করেছি তারে কি শাসন করে, ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে পর করে দেয়া যায়? যার চোখে আমি মহান মানুষ, ধমকা ধমকি করে, শারিরিক মানুষিক নির্যাতন করে তার চোখে আমাকে শয়তান বানানো যায়? এই কথাটা আর কেউ না বুঝুক তার তো বোঝা উচিত ছিল। তিনি একজন শিক্ষক মানুষ। অথচ কথাটা বুঝলেন না ছাতক ডিগ্রী কলেজের প্রভাষক আনোয়ার হোসেন খান। তিনি তার দীর্ঘ শিক্ষকতার জীবনে তার ছাত্রদের কি শিখালেন? তার মনে কি এই প্রশ্ন কখনো নাড়া দেয়নি, পাখিটিকে বনে ছেড়ে দিলেও কেন বারবার খাচায় ফিরে আসে? কি আছে সে খাচায়?
কাউকে এ প্রশ্ন জিজ্ঞাসা করেছে সে?
Allergy
15 years ago
No comments:
Post a Comment