আমার সেই দিন গুলোর কথা মনে পড়ে। ১৯৯৫/৯৬ সালের কথা। কি সেই ঝড় তোলা আবেগ! এস এস সি পরিক্ষার সময় ইংলিশ পরিক্ষার দিন ওকে একবার দেখার জন্য তাড়াহুরো করে বেরিয়ে এসেছিলাম। ওকে একবার দেখেছিলাম, যদিও পরিক্ষায় ফেল করেছিলাম। সব কিছু করতে পারতাম ওকে একবার দেখার জন্য। সেক্সুয়াল চিন্তা কখনো মাথায় আসেনি। এমনকি ১৫ বসরে এজবারও সপ্নদোষও হয়নি তাকে নিয়ে।
এখনকার ছেলে মেয়েরা সুধু উত্তাপ খোজে। ভালোবাসা যে কারো কারো মাঝে নেই তা বলবো না। তবে সে ভালবাসা শরিরের উত্তাপে পুরে ছাই হয়ে যায়, নোংড়া হয়ে যায়। নিষ্কলুশ প্রেম খুজে পাওয়া খুবই কঠিন...
Allergy
15 years ago
No comments:
Post a Comment