Sunday, 18 July 2010

Jun 07, 2010

রাতের ঢাকার সৌন্দর্যের অনেক বর্ননা শুনেছি, দেখা হয়নি কখনো। সেদিন সুযোগ হয়ে গেলো। ছেলেরা পোস্টারিং করবে শেওড়াপাড়া থেকে ফার্মগেট পর্যন্ত। ভাবলাম ওদের সাথে বের হব। সাথে ছিল অনিক ও মিজান। ফার্মগেট ওভারব্রিজে যখন পৌছলাম তখন রাত ২ টা বাজে। ওভারব্রিজে ওঠার পর যা দেখলাম তা এখানে লেখার মতো না। unbelievable.... i can not forget this occasion in my life. আমার প্রিয় দেশের মাটিতে এত জঘন্য এত নোংরা দৃশ্য দেখবো কখনো ভাবতে পারিনি। বিষন্ন মনে ফিরে আসি... কিছুই করতে পারছিনা দেশের জন্য... মানুষের জন্য...

Saturday, 5 June 2010

Jun 05, 2010

যে পাখিটারে ভালবাসা দিয়ে আপন করেছি তারে কি শাসন করে, ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে পর করে দেয়া যায়? যার চোখে আমি মহান মানুষ, ধমকা ধমকি করে, শারিরিক মানুষিক নির্যাতন করে তার চোখে আমাকে শয়তান বানানো যায়? এই কথাটা আর কেউ না বুঝুক তার তো বোঝা উচিত ছিল। তিনি একজন শিক্ষক মানুষ। অথচ কথাটা বুঝলেন না ছাতক ডিগ্রী কলেজের প্রভাষক আনোয়ার হোসেন খান। তিনি তার দীর্ঘ শিক্ষকতার জীবনে তার ছাত্রদের কি শিখালেন? তার মনে কি এই প্রশ্ন কখনো নাড়া দেয়নি, পাখিটিকে বনে ছেড়ে দিলেও কেন বারবার খাচায় ফিরে আসে? কি আছে সে খাচায়?
কাউকে এ প্রশ্ন জিজ্ঞাসা করেছে সে?

Tuesday, 1 June 2010

Jun 01, 2010

মাত্র কথা বলা শেষ করলাম। সারাদিনই আজ কথা হয়েছে। সত্যি করে বলতে কি আজ চার দিন ধরে আমরা  প্রায় সারাদিনই কথা বলি। আমাদের সুখ দুঃখের কথা। আমাদের দুজনের কষ্টের মধ্যে অসাধারন মিল আছে। মিল আছে আমাদের চাওয়া পাওয়া, পছন্দ অপছন্দের মধ্যেও। আমরা দুজন দুজনকে চিনে নিলাম। আমাদের দোষ ত্রুটিগুলো এখন আমরা জানি।

মোবাইল্ টা রাখার পর থেকেই অস্থির লাগছে। কত আর ধরে রাখা যায় আবেগ? আবার ম্যাসেজ লিখতে শুরু করলাম- 

Ekta kotha shonar jonno
monta khub sotphot korse...

ও রিপ্লাই দিল-          I love you....

আমার যে কি হল জানিনা। অঝর ধারায় চোখের পানি ঝরছিল। ভেতর থেকে ফুপচড়ে ফুপড়ে কান্না বের হচ্ছিল। ১৫ বছরের স্মৃতিগুলো একের পর এক চোখের সামনে ভাসছিল। উঠে দাড়ালাম, না আমাকে এ গোলক ধাধা থেকে বেরিয়ে আসতেই হবে, আমাকে আবার নতুন করে বাচতে হবে। আমি দুনিয়া সাজাবো।
মোবাইল টা হাতে নিলাম। ম্যাসেজের জবাব লিখলাম- 
Yes yess yesss....

ফোনে আবার কথা হল দুজনের। খুব কাদলাম। কিছু হারানোর দুখে। কিছু পাবার আনন্দে। আমার কান্না দেখে ও কাদলো। কত দিন যে অপেক্ষায় ছিলাম আমরা দুজন, কিভাবে বোঝাব? এ এক স্বর্গীয় অনুভূতি।

এগুলো সবই গত বছরের এই দিনের কথা। সেই সুখ স্মৃতিগুলোই ভাবছিলাম বসে। হটাত ও ফোন দিয়ে সেই কথা গুলোই মনে করিয়ে দিলো। এতটা পরিষ্কারভাবে ওর সবকিছু মনে আছে?

Thursday, 27 May 2010

May 27, 2010

কিছুক্ষন আগে ও ফোন করলো, আমি তখন মাসজিদের অজুখানায়।
'তোমার ফোন ব্যস্ত ছিল কেন?'
' আমার ফোন ব্যস্ত থাকলে কি তোমার খারাপ লাগে?'
'লাগেই তো'
' মোবাইল সাইলেন্ট করা, কেউ হয়তো ফোন দিচ্ছিলো আর তুমিও হয়তো চেষ্টা করছিলে'
'হু... আচ্ছা তোমার নাম কি?'
'আমার নাম? কেন?
'বলনা, তোমার নাম কি?'
'আমার নাম? আমার নাম সোনা'
'আরেক নাম...'
'আরেক নাম? ময়না'
'আরেক নাম...'
' যাদু'
'আরেক নাম...'
'আরেক নাম...আরেক নাম... আচ্ছা কেন বলতো?'  
'আরেক নাম হচ্ছে সবুজ'
'ও হ্যা হ্যা সবুজ...' 
' আর আমার নাম?'
'তোমার নাম তাসনি'
'আজকের দিনটা তুমি আমাকে এই নামেই ডাকবে, আর আমি তোমাকে ডাকবো সবুজ নামে'
'আচ্ছা। আজকের দিনটা কি তোমার কাছে ঈদ ঈদ লাগছে?'
' হ্যা, আজ আমার মনে ঈদের আনন্দ'


আনন্দ আসলে আমার মনেও। আজকের এই দিনটাতেই আমাদের প্রথম পরিচয় হয়েছিল। ওর খুব ইচ্ছে ছিল আজকের দিনটাতে দুজন এক সাথে থাকার, হলনা। আগামী ২১ শে জুলাই আমাদের প্রথম ম্যারিজ ডে। আশা করি সেই দিনটাতে আমরা দুজন একসাথেই থাকবো, ইনশাল্লাহ।

এইযে তার শাসন, আমার প্রত্তি তার  আকর্ষন খুবই অনুভব করি আমি।

Tuesday, 25 May 2010

25/05/2010

আমার সেই দিন গুলোর কথা মনে পড়ে। ১৯৯৫/৯৬ সালের কথা। কি সেই ঝড় তোলা আবেগ!  এস এস সি পরিক্ষার সময় ইংলিশ পরিক্ষার দিন ওকে একবার দেখার জন্য তাড়াহুরো করে বেরিয়ে এসেছিলাম। ওকে একবার দেখেছিলাম, যদিও পরিক্ষায় ফেল করেছিলাম। সব কিছু করতে পারতাম ওকে একবার দেখার জন্য। সেক্সুয়াল চিন্তা কখনো মাথায় আসেনি। এমনকি ১৫ বসরে এজবারও সপ্নদোষও হয়নি তাকে নিয়ে।
এখনকার ছেলে মেয়েরা সুধু উত্তাপ খোজে। ভালোবাসা যে কারো কারো মাঝে নেই তা বলবো না। তবে সে ভালবাসা শরিরের উত্তাপে পুরে ছাই হয়ে যায়, নোংড়া হয়ে যায়। নিষ্কলুশ প্রেম খুজে পাওয়া খুবই কঠিন...

Monday, 24 May 2010

24/05/2010

আজকের দিন টা গতকালের মত সিলনা। গতকালতো ভেবেই নিয়েছিলাম যে তাকে কিছুটা দূরে সরিয়ে দিবো। পারিনি- ওর অনুরোধ আমি ফেলতে পারিনা। ১৫ বছর পর আমার বাগানে ফুল ফুটলো। ফুটাতে চেয়েছিলাম গোলাপ, ফুটলো রজনিগন্ধা। থাকুক নাহয় সে ফুলে কিছু গন্ধ। তবুও তো ১৫ বছর পর আমার বাগানে বসন্ত এলো।
আজ তার কাকুতি, আজ তার বিরহ আমার হৃদয় ছুয়ে গেল। আবেগ লুকাতে চেয়েও পারলাম না। কত সুখ ভালবাসায়, কতো কস্ট বিরহে।
ওর উচ্ছাস, ওর আবেগ আমার ভাল লাগে। আমার প্রতি ওর ভালোবাসা কিসুটা সাদিয়ার প্রতি আমার ভালবাসার মত। অন্তত ওর উচ্ছাস দেখে আমার তাই মনে হয়। আচ্ছা আমিতো সাদিয়ার বিরহে লুকিয়ে লুকিয়ে কাদতাম, ও কি আমার বিরহে লুকিয়ে লুকিয়ে কাদে?

মন পরে রয় শুধু
ছাতকের চাতকির নিকটে
লাগে ভয়, কাপে মন
কি ঘটে, কি ঘটে...

কি প্রেম দিলো সে
উদাসে হুতাশে,
নব প্রান খোজে তারে
কোথা সে, কোথা সে?

এলো সে ভালোবেসে
হৃদয় টা নাড়িয়া
নিতে চায় কে তারে
মোর থেকে কারিয়া?


স্রষ্টারে চিনেছে সে
ভেঙ্গে গেছে ভ্রান্তি
প্রতিক্ষার দিন গোনে
তবু মনে শান্তি...


পারবে সে সয়ে নিতে
শত প্রতিঘাতও কি,
এলোমেলো বেরে ওঠা
ছাতকের চাতকি?

Wednesday, 29 September 2004

Sep 29, 2004

আমার যেন কি হয়েছে। সারাদিন কি যেন ভাবি। কেউ আমার উপর খানিকটা প্রভাব বিস্তার চাইছিল। সে খানিকটা সফল হয়েছে। ভাবি, এইযে তার সফলতা, এটা কি তার মোহীনি শক্তিতে নাকি আমার দূর্বলতায়? আমি ভাবি।আমি জবাব খুজতে থাকি।